04/04/2025 রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের কাছে ১৭,০০০ টন খাদ্য সহায়তা পেল বাংলাদেশ
মুনা নিউজ ডেস্ক
২ এপ্রিল ২০২৫ ২০:৪০
চলতি সপ্তাহে রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এসব খাদ্যের চালান চট্রগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
আমেরিকান কৃষকদের উৎপাদিত এই খাদ্য সহায়তা— বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে দশ লাখের-ও বেশি রোহিঙ্গাকে জরুরি সহায়তা প্রদানের অংশ হিসেবে সরবরাহ করা হবে।
আজ বুধবার (২ এপ্রিল) ঢাকায় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রের অবদান ধারাবাহিক পর্যায়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো নিশ্চিত করার জন্য— যুক্তরাষ্ট্র অন্যান্য দাতা এবং আন্তর্জাতিক অংশীদারদের বোঝা ভাগাভাগি করে নেওয়ার জন্য অতিরিক্ত সংস্থান সরবরাহ করতে উৎসাহিত করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.