11/22/2024 পদ্মা সেতু নির্মাণ প্রকল্প ঋণের ৩য় ও ৪র্থ কিস্তি পরিশোধ
মুনা নিউজ ডেস্ক
১৯ জুন ২০২৩ ১২:৩৯
বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের ৩য় ও ৪র্থ কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আজ ১৯ জুন, সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের আগে আনুষ্ঠানিকভাবে সরকারের অর্থ বিভাগের কাছে ৩১৬ কোটি দুই লাখ ৬৯ হাজার ৯৩ টাকার চেক দেশটির প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হস্তান্তর করেন দেশটির সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংশ্লিষ্টরা জানান, গত পাঁচ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা পরিশোধ করা হয়েছে। এ নিয়ে প্রথম বছরে ৬৩২ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ১৪২ টাকা পরিশোধ করা হলো। পরে অর্থ বিভাগ ও ডিএমটিসিএল এর মধ্যে স্বাক্ষরিত SLA-69 অনুযায়ী এমআরটি লাইন ছয় নির্মাণের জন্য গৃহীত ঋণের প্রথম কিস্তির চেক তুলে দেন বাংলাদেশের সেতুমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব ও সাংবাদিকরা।
আগামী ৩৫ বছরে অর্থাৎ ২০৫৭ সাল পর্যন্ত এক শতাংশ সুদসহ ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে ঋণের এই টাকা বাংলাদেশের সরকারকে পরিশোধ করবে সেতু বিভাগ।
এছাড়া সেতুর ডিটেইল ডিজাইনের জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংক থেকে ১৫ বছর মেয়াদে ২টি ঋণ চুক্তির আওতায় দুই শতাংশ সুদে মোট ১ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার এসডিআর ঋণ নেওয়া হয়েছে। যা বছরে ৪টি কিস্তি করে মোট ৬০টি কিস্তিতে সুদ-আসলসহ মোট ২ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৩৩০ এসডিআর পরিশোধ করা হবে।
এর আগে গত ৫ এপ্রিল পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করে বিবিএ। ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকার প্রথম চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.