04/01/2025 ট্রাম্পের সিদ্ধান্তে ব্যয় বাড়বে যুক্তরাষ্ট্রের ভোক্তাদেরই: এইচএন্ডএম সিইও
মুনা নিউজ ডেস্ক
২৭ মার্চ ২০২৫ ২০:৫৬
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ব্যয় বাড়বে বলে মন্তব্য করেছেন ফ্যাশন রিটেইলার এইচঅ্যান্ডএমের প্রধান নির্বাহী ড্যানিয়েল এরভার। বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নতুন বাণিজ্য বাধার কারণে প্রতিষ্ঠানটি তাদের সরবরাহ চেইনে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে।’
বর্তমানে এইচঅ্যান্ডএমের প্রধান উৎপাদনকেন্দ্র চীনে, যেখান থেকে আমদানির ওপর ইতিমধ্যে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এ ছাড়া আরো কয়েকটি দেশ ‘পারস্পরিক শুল্কের’ ঝুঁকিতে রয়েছে, যা ২ এপ্রিল ঘোষণা করা হতে পারে।
এইচঅ্যান্ডএমের দ্বিতীয় বৃহত্তম বাজার হওয়ায় প্রতিষ্ঠানটি শুল্কের প্রভাব সামাল দিতে দাম বাড়াতে পারে। এরভার বলেন, ‘পরিশেষে এই খরচ ভোক্তাদেরই বহন করতে হবে। আমরা ন্যায়সংগত ও সমান বাণিজ্যে বিশ্বাসী, কিন্তু শুল্ক বৈশ্বিক বাণিজ্যের উন্নয়নে সহায়ক নয়।’
প্রধান নির্বাহী ড্যানিয়েল এরভার জানান, এইচঅ্যান্ডএম শুল্ক আরোপের ওপর নজর রাখছে এবং প্রস্তুতি নিচ্ছে।
যদিও ট্রাম্পের আগামী সপ্তাহের ঘোষণায় কোন দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকায় বর্তমান অবস্থাকে একটি ‘চলমান অবস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.