04/01/2025 ট্রাম্পের হুঁশিয়ারিতে কাজ : ডিজিটাল কর তুলে নিল ভারত
মুনা নিউজ ডেস্ক
২৬ মার্চ ২০২৫ ১৬:২০
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির মুখে ভারত গুগল ও মেটার মতো সংস্থার অনলাইন বিজ্ঞাপন পরিষেবায় যে ৬ শতাংশ কর নেয়া হতো তা তুলে নেয়ার প্রস্তাব ভারতের সংসদে মঙ্গলবার পাস হয়েছে। ১ এপ্রিল থেকেই আর নেয়া হবে না ওই ডিজিটাল কর, যা ‘গুগল কর’ নামে পরিচিত।
গত ২৪ মার্চ এই প্রস্তাব দেয়া হয়েছে। সংসদে এই প্রস্তাব পাস হয়েছে । অর্থ বিলে যে সংশোধনীগুলোর প্রস্তাব দেয়া হয়েছিল তার মধ্যে এটি ছিল অন্যতম। প্রসঙ্গত, ২০২১ সালে কেন্দ্র রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছিল, ২০১৬-১৭ সালে ডিজিটাল কর হিসেবে ৩৩৮.৬ কোটি রুপি, ২০১৭-১৮ সালে ৫৮৯.৪ কোটি রুপি এবং ২০১৮-১৯ সালে ৯৩৮.৯ কোটি রুপি আদায় করা হয়েছিল।
২০১৯-২০ সালে সংগ্রহ ছিল ১,১৩৬.৫ কোটি রুপি এবং ২০২০-২১ সালে (৩০ জানুয়ারি পর্যন্ত) ১,৪৯২.৭ কোটি রুপি। এবার সেই গুগল করই তুলে নিল ভারত।
ট্রাম্প আগেই বলেছিলেন, যে সব দেশ আমেরিকান পণ্যের উপর শুল্ক আরোপ করবে, সেই দেশের পণ্যের উপরেও পাল্টা কর চাপাবে যুক্তরাষ্ট্র। এরপরই তিনি ঘোষণা করেন, আগামী ২ এপ্রিল থেকে ভারত, চীনসহ বহু দেশের উপরই পারস্পরিক শুল্ক চাপাবে আমেরিকা।
তিনি বলেন, অন্যান্য দেশ আমাদের উপর যে শুল্ক আরোপ করবে, আমরাও তাদের উপর সেই শুল্ক আরোপ করব। আর এই পরিস্থিতিতে ট্রাম্পকে শান্ত করার লক্ষ্যে ভারতের এই কর ছাড় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.