04/02/2025 পাকিস্তানের বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন
মুনা নিউজ ডেস্ক
২৬ মার্চ ২০২৫ ০১:৪৫
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ মিশন মঙ্গলবার (২৫ মার্চ) যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস-২০২৫ পালন করেছে।
এ সময় মিশনের সকল কর্মকর্তা ও কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনের শুরুতে তারা কালো ব্যাজ ধারন করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিবসটি উপলক্ষে মিশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মো. ইকবাল হোসেন খান অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টার দেয়া বাণী পাঠ করা হয়।
ইকবাল হোসেন তার বক্তব্যে ২৫ শে মার্চ রাতে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে জনগণের অধিকার সমুন্নত রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভা শেষে, ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে অন্যায়ের বিরুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.