04/02/2025 পদত্যাগের দাবি উড়িয়ে দিলেন চাক শুমার
মুনা নিউজ ডেস্ক
২৬ মার্চ ২০২৫ ০০:০৯
রিপাবলিকান নেতৃত্বাধীন সরকারের তহবিল বিষয়ক একটি পদক্ষেপ আটকে দেয়ার সিদ্ধান্ত না নেয়ায় নিজ দলের নেতাদের তীব্র চাপে রয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার। তবে তিনি নিজের অবস্থানে অটল আছেন। জানিয়ে দিয়েছেন, যত চাপই আসুক পদত্যাগ করবেন না।
রোববার এনবিসি নিউজের মিট দ্য প্রেস প্রোগ্রামে তিনি এ সিদ্ধান্ত জানিয়ে দেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
চাক শুমার ডেমোক্রেট দলের একজন শীর্ষ স্থানীয় নেতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ সরকারি অর্থায়ন বিষয়ক একটি বিল আটকে দেবেন চাক শুমার- এমনটাই দাবি করছিলেন বেশ কিছু ডেমোক্রেট।
কারণ, ওইসব বিল পাস হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প তার এজেন্ডা বাস্তবায়নে সক্ষম হবেন। কিন্তু চাক শুমার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। চূড়ান্ত দফায় চাক শুমার ও ডেমোক্রেট দলের বেশ কয়েকজন সিনেটর পক্ষে ভোট দিয়েছেন।
মিট দ্য প্রেসে চাক শুমার বলেছেন, একজন নেতা হিসেবে যা করার তাই তিনি করেছেন। তিনি বলেছেন, এই বিলকে আটকে দিলে সরকার অচল হয়ে পড়তো। এটা হলে ফেডারেল কর্মকর্তা কর্মচারী, সামাজিক ও গণসেবা বিষয়ক খাতে ছাঁটাই প্রক্রিয়া ত্বরান্বিত হতো।
চাক শুমার বলেন, অবশ্যই সরকারের অর্থায়ন বিষয়ক ওই পদক্ষেপ খারাপ ছিল। কিন্তু যদি সরকারে শাটডাউন হতো তা হতো ১৫ থেকে ২০ গুণ খারাপ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.