04/02/2025 ৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ
মুনা নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৫ ২২:০৮
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। স্থানীয় সময় আজ মঙ্গলবার দুপুর ২ টা ৪৩ মিনিটে দেশটির দক্ষিণ দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে। মূল ভূখণ্ড রিভারটন থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭ রেকর্ড করা হলেও পরে তা হ্রাস পায়।
হনোলুলু-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের মতে, সুনামির কোনও সতর্কতা বা তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা সংস্থা, শক্তিশালী এবং অস্বাভাবিক ঝুঁকির কারণে বাসিন্দাদের কাছাকাছি উপকূলীয় এলাকা এড়িয়ে চলতে সতর্ক করেছে। তবে নাগরিকদের আপাতত কোনো ধরনের হুমকি নেই বলেও নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণ দ্বীপের ইনভারকারগিলের জিফস ক্যাফে এবং বারের ব্যবস্থাপক বেন সিভরাইট এএফপিকে বলেন, যে তিনি একটু ঝাঁকুনি অনুভব করেছেন, শুধু সামান্য ঝাঁকুনি, খুব বেশি ঘটনাবহুল কিছু নয় বলে তিনি জানান।
নিউজিল্যান্ড দুটি প্রধান টেকটোনিক প্লেটের সীমানা অতিক্রম করে এবং প্রতি বছর হাজার হাজার ছোট ভূমিকম্পে কেঁপে ওঠে।
এর আগে ২০১১ সালে দেশটির ক্রাইস্টচার্চে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসাব অনুযায়ী, ওই ভূমিকম্পে ১৮৫ জন নিহত হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.