04/01/2025 টিউটোরিয়াল ভিডিও দেখে নিজের অস্ত্রোপচার করলেন এক ভারতীয়
মুনা নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৫ ০৩:০৯
সামাজিক অনলাইন মাধ্যম ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখে এক ভারতীয় ব্যক্তি নিজের পেটের অস্ত্রোপচার করেন। পরে গুরুতর অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যেতে হয়।
উত্তর প্রদেশের মথুরার বাসিন্দা ৩২ বছর বয়সী রাজা বাবু পেটের তীব্র ব্যথায় ভুগছিলেন।
ব্যথা থেকে মুক্তি পেতে রাজা ডাক্তারের কাছে চিকিৎসা নেন, কিন্তু ব্যথায় অতিষ্ঠ হয়ে তিনি নিজেই চিকিৎসা করার সিদ্ধান্ত নেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাজা ইউটিউবে পেটের অস্ত্রোপাচারের বিভিন্ন ভিডিও দেখে নিজেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। রাজা তার অস্ত্রোপচারের জন্য একটি নিয়মিত মেডিকেল স্টোর থেকে ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহে রাজা বাবুর নিজের ঘরে পেটের অস্ত্রোপচার করা হয়। কিছুক্ষণ পর, অ্যানেস্থেশিয়ার প্রভাব কমে গেলে তিনি তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেন, যার ফলে তিনি চিৎকার করতে বাধ্য হন। তার ছেলেকে গুরুতর অবস্থায় দেখে তার পরিবার তাকে তাৎক্ষণিকভাবে জেলা হাসপাতালে নিয়ে যায়।
রাজা বাবুর পরিবারের মতে, জেলা চিকিৎসকরা তাদের ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন, কিন্তু হাসপাতালে ভর্তি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, এরপর তারা তাদের ছেলেকে শহরের অন্য একটি হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা বলছেন, রাজা তার পেটে ৭ ইঞ্চি গভীর ক্ষত তৈরি করেছেন এবং তারপর তার বুকে ১১টি সেলাইও করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.