04/03/2025 কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আগাম নির্বাচনের ঘোষণা : ২৮ এপ্রিল ভোট
মুনা নিউজ ডেস্ক
২৪ মার্চ ২০২৫ ২১:১৭
পার্লামেন্ট ভেঙে দিয়ে ২৮ এপ্রিল কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দিলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ট্রাম্প নীতির কারণে সংকট মোকাবিলায় জনগণের ইতিবাচক সমর্থনের আহ্বান। প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই রোববার (২৩ মার্চ) এই ঘোষণা দেন মার্ক কার্নি।
এর ফলে দেশটিতে নির্বাচনের দৌড় শুরু হলো। এমন এক সময় নির্বাচন হতে যাচ্ছে যখন কানাডা-যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের মুখোমুখি।
এছাড়া কানাডাকে ডোনাল্ড ট্রাম্পের ৫১তম মার্কিন অঙ্গরাজ্য করার ভাবনাও বিতর্কের জন্ম দিয়েছে।
তাই কানাডা বিরোধী ট্রাম্প নীতির কারণে সংকট মোকাবিলায় জনগণের কাছে ইতিবাচক সমর্থনের আহ্বান জানিয়েছেন মার্ক কার্নি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.