04/01/2025 ইস্তাম্বুলের মেয়র গ্রেফতারে বিক্ষোভ চলছে : ১০ সাংবাদিক আটক
মুনা নিউজ ডেস্ক
২৪ মার্চ ২০২৫ ২০:০৪
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময় ১০ সাংবাদিককে আটক করেছে তুরস্ক কর্তৃপক্ষ। সোমবার এই তথ্য জানিয়েছে তুরস্কের সাংবাদিক ইউনিয়ন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানায়।
ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফাতারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় ১০ সাংবাদিককে আটক করে কর্তৃপক্ষ। ইমামোগলুর গ্রেফতারের বিরুদ্ধে তুরস্কের বিভিন্ন শহরে রাতভর চলে বিক্ষোভ। এই খবর সংগ্রহ করার সময় তাদের আটক করা হয়। তবে কেন সাংবাদিকদের আটক করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
রোববার তুরস্কের একটি আদালত ইস্তাম্বুলের মেয়র এবং প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেন। এরপর এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয় তুরস্কে।
অনেক শহরে রাস্তায় সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রোববার টানা পঞ্চম রাতে শান্তিপূর্ণ সরকার বিরোধী বিক্ষোভ করেন তুরস্কের মানুষ।
এদিকে ইমামোগলুর ওপর আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। যাকে তারা রাজনৈতিক এবং অগণতান্ত্রিক বলে অভিহিত করেছে।
তবে তুরস্ক সরকারের দাবি ইমামোগলুর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নয় এবং আদালত স্বাধীনভাবে তাদের কাজ করছেন। যদিও ইমামোগলু তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অস্বীকার করেছেন এবং দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.