04/02/2025 ক্ষমা চাইলে মুক্ত হতে পারেন ইমরান খান
মুনা নিউজ ডেস্ক
২৩ মার্চ ২০২৫ ২১:২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তি সম্ভব। তবে এর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। ২০২৩ সালের ৯ মে দাঙ্গার ঘটনায় তিনি যদি মন থেকে ক্ষমা চান, তবে তিনি মুক্তি পেতে পারেন। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এ কথা বলেছেন।
দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় ওই বছরের ৯ মার্চ পাকিস্তানজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। বেশ কিছু সেনা স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দাঙ্গার জন্য সরকারের পক্ষ থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দায়ী করা হয়।
পাকিস্তানের জিও নিউজের জিগরা নামের অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেন, ইমরান খান দেশকে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছিলেন তিনি মনে করেন, তাঁর কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিপ্লব করতে পারবেন। কিন্তু বিপ্লবের কোনো সুযোগ নেই। শুধু রাজনৈতিক সংগ্রাম বিজয় আনতে পারে।
তিনি আরও বলেন, গত নভেম্বরের ২৪ থেকে ২৬ তারিখে পিটিআই ইসলামাবাদে যে সমাবেশ কর্মসূচি করেছিল, এ রকম পদ্ধতিতে সফলতা পাওয়া যাবে না।
রানা সানাউল্লাহ আরও বলেন, ৯ মের ঘটনায় যদি ইমরান ক্ষমা চান, তবে আলোচনা এগোতে পারে। এর আগে তিনি বলেছিলেন, আদালত যদি ইমরানকে মুক্তি দেন, তবে শাহবাজ শরিফের সরকারের পক্ষ থেকে ইমরানকে ছেড়ে দিতে কোনো আপত্তি নেই।
উল্লেখ্য, ইমরান খান বিভিন্ন মামলায় এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.