04/02/2025 ইসলামী জীবনবোধই বাংলাদেশের সংস্কৃতি : ধর্ম উপদেষ্টা খালিদ
মুনা নিউজ ডেস্ক
২৩ মার্চ ২০২৫ ১৯:৪৫
ইসলামী জীবনবোধ তথা কোরআন তেলাওয়াত, হামদ ও নাত বাংলাদেশের সংস্কৃতি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার এটিএন নিউজ’র উদ্যোগে আয়োজিত ‘ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামিক অলিম্পিয়াড আমাদের সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে এ দেশের তরুণদের সমপর্ক গড়ার চেষ্টা করে। এজন্য এটিএন নিউজ ১৯৯৭ সাল থেকে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করছে।
আমরা অনেকে মনে করি কেবল সুর, নৃত্য, ছায়াছন্দ আমাদের সংস্কৃতি এ কথা সত্য না। একজন মানুষের চিন্তা-চেতনা, জীবনধারা, বিশ্বাস ও বিয়ে হচ্ছে সংস্কৃতি। এ দেশের ৯১ শতাংশ মানুষ মুসলমান কোরআন তেলাওয়াত, হামদ ও নাত আমাদের সংস্কৃতি।
তিনি বলেন, আমরা বিদেশি সংস্কৃতি থেকে দূরে থাকবো বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিন্ন ভিন্ন সংস্কৃতি থাকবে এটাই স্বাভাবিক। এর মধ্যে আমাদের সংস্কৃতি ধারণ করবো। একটা জাতির শিকড় হচ্ছে সংস্কৃতি। আমরা নিজেদের সংস্কৃতি থেকে যদি নিজেরাই বিচ্ছিন্ন হই তাহলে শিকড় থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়বো। এ ধরনের সংস্কৃতি ও মূল্যবোধের ধারাবাহিকতা বজার রাখার জন্য আমি এটিএন নিউজকে ধন্যবাদ জানাই।
ধর্ম উপদেষ্টা বলেন, যাদের মন ছোট তাদের দিয়ে বড় কাজ হয় না। এ জন্য আমাদের মন ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। বিখ্যাত কবি ড. ইকবাল বলেছেন, যাত্রাপথে যদি নদী পাও তাহলে সমুদ্রের তালাশ করতে হবে।
আর যদি বিপ্লব করতে চাই তাহলে নেতাকর্মী বের করতে হবে। ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন আমরা হৃদয়ে লালন করি। সকল ভেদাভেদ ভুলে সামপ্রদায়িক সাংস্কৃতিক আবহ আমাদের তৈরি করতে হবে। এ দেশের সমগ্র মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে শোষণমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব।
অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, আমদের দেশে ইংলিশ মিডিয়াম স্কুল কলেজগুলোতে ইসলামিক বই পড়ায় না। ফলে অনেক শিক্ষার্থী ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। ইংলিশ মিডিয়াম স্কুল কলেজের সিলেবাসে ইসলামিক বই রাখার আহ্বান জানাচ্ছি। এ ছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ঈদের দুই তিন দিন আগ পর্যন্ত খোলা থাকে। অথচ গ্রীষ্মকালীন ছুটি তারা অনেকদিন দেয়। রোজা রেখে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে অভিভাবকদের অনেক কষ্ট হয়।
ইসলামিক অনুষ্ঠানের আয়োজনের পেছনের কারণ সমপর্কে তিনি বলেন, আমি ডিওএইচএস মসজিদে নামাজ পড়তাম একদিন ওই মসজিদের হুজুর বলেন স্যাটেলাইট চ্যানেলগুলো আমাদের দেশের সংস্কৃতি ও ছেলে-মেয়েদের ধ্বংস করছে। এ কথা আমার খুব গায়ে লাগে আমি অফিসে এসে একজনকে বলেছিলাম এ সপ্তাহ থেকে আমাদের ইসলামিক প্রোগ্রাম চালু করতে হবে। তখন থেকেই আমরা ব্যাপকহারে ইসলামিক প্রোগ্রাম শুরু করি। আমাদের ইসলামিক প্রোগ্রামে একটি কথা সবসময় বলি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলা যাবে না।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.