03/20/2025 ৭২ ঘণ্টায় চার মার্কিন জাহাজে হামলার দাবি হুথিদের
মুনা নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৫ ২৩:২৩
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বুধবার (১৯ মার্চ) ফের আরও একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় এ নিয়ে চতুর্থ বারের মতো মার্কিন জাহাজে হামলা চালালো হুথি বিদ্রোহীরা। খবর এএফপির।
হুথি সংগঠনের সামরিক মুখপাত্র বলেছেন, এই অভিযানে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং বেশ কয়েকটি শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। তিনি জানিয়েছেন, গত ৭২ ঘণ্টার মধ্যে এটা চতুর্থ আক্রমণ।
এর আগে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়। এসব হামলার পর হুথি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মার্কিন হামলার জবাবে ‘বড় ধরনের প্রতিশোধ’ নেবে তারা।
হুথিরা ২০২৩ সালে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছিল। তারা রোববার জানিয়েছে, আমাদের সামুদ্রিক অভিযান চলবে, যতক্ষণ না গাজার অবরোধ প্রত্যাহার করা হয় এবং সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.