03/19/2025 আসহাবে রাসুলের একনিষ্ট আনুগত্যের উপহার ছিলো বদরের বিজয় : আলোচনায় বক্তাগণ
মুনা সাংগঠনিক ডেস্ক
১৯ মার্চ ২০২৫ ১৪:৫৯
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ব্রুকলীন সাউথ এ্যান্ড ওয়েস্ট আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তাগণ এ কথা বলেন। গত ১৭ মার্চ সোমবার ব্রুকলিন ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুনার ন্যাশনাল এ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. রুহুল আমিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ঐতিহাসিক বদর যুদ্ধের প্রাক্কালে মাত্র ৩১৩ জন মর্দে মুমিন সাহাবা রাসুলে কারীম সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহ্বানে যেভাবে নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করেন তা বিশ্বের ইতিহাসে বিরল। তাঁদের সেই আনুগত্যের পরাকাষ্টা প্রদর্শন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে এতটাই পছন্দনীয় হয়েছিলো যে তিনি তিন গুণের অধিক এবং সর্বোচ্চ সমরাস্ত্রে সজ্জিত কাফের বাহিনীর উপর ইসলামের বিজয় দান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুনা নিউইয়র্ক সাউথ জোন প্রেসিডেন্ট মাওলানা এমদাদ উল্লাহ বদর যুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন বলেন, মহান আল্লাহ এ যুদ্ধে অনেকগুলি সুরা নাযিল করে রাসুল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহস যুগিয়েছেন। ঠিক আমরাও যদি এভাবে কুরআন-সুন্নাহর প্রতি আনুগত্য দেখাই তাহলে পৃথিবী থেকে সকল অশান্তি দূর হয়ে যাবে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট মুজিবুর রহমান রিপন এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাউথজোন সেক্রেটারি রেজা আহমেদ।
বক্তব্য রাখেন ওয়েস্ট জোন সেক্রেটারি হেলাল উদ্দীন ও মুনা সাউথ জোন সেক্রেটারি, বিআইসির ভাইস প্রেসিডেন্ট একে এম সাইফুল আলম। বদর দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
শহীদ উল্লাহ কাইছার
নিউইয়র্ক থেকে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.