11/22/2024 বিশ্ববিখ্যাত আরবি ক্যালিওগ্রাফারের ইন্তেকাল
মুনা নিউজ ডেস্ক
২ মে ২০২৩ ১৯:১৩
বিশ্বখ্যাত আরবি ক্যালিওগ্রাফার আব্বাস শাকির জুদি আল-বাগদাদি ইন্তেকাল করেছেন। ২ মে ২০২৩, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর পাওয়া যায়।মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৫ বছর।
ইরাকভিত্তিক সংবাদমাধ্যম আল-সুমারিয়া নিউজ চ্যানেল সূত্রে জানা যায়, আব্বাস আল-বাগদাদি ইরাকের মুদ্রা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ সনদ ও নথিপত্রের নকশা করেছেন। মুসলিম বিশ্বে তিনি আরবি অক্ষরের প্রকৌশলী হিসেবে পরিচিত ছিলেন।
ক্যালিওগ্রাফার আব্বাস আল-বাগদাদি ১৯৪৯ সালে ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন। ইসলামী অলঙ্করণ ও আরবি ক্যালিওগ্রাফিতে তার দীর্ঘ পদচারণ রয়েছে। ১৯৮৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি আরবি লিপিশিল্পীদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তাকে ‘মাসহাফে সাদ্দাম’খ্যাত পবিত্র কুরআনের অনুলিপি তৈরির নির্দেশ দেয়া হয়। তখন তিনি নিজ শিক্ষার্থীদের সহযোগিতায় পুরো কুরআনের অনুলিপি তৈরি করেন। পরবর্তী সময়ে ইরাক সরকার কর্তৃক তা প্রকাশিত হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.