03/15/2025 সিরিয়ার অস্থায়ী সংবিধানে অন্তর্বর্তী প্রেসিডেন্টের সম্মতি
মুনা নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০২৫ ১৬:৪০
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন। যা পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর হবে। বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করার তিন মাস পর অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করলেন সিরিয়ার বিদ্রোহে নেতৃত্ব দেওয়া এই নেতা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) নথিতে স্বাক্ষর করার সময় আল-শারা বলেন, তিনি আশা করেন যে এই সংবিধান সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে ও অনাচার, নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
সংবিধানের খসড়া কমিটির সদস্য আব্দুলহামিদ আল-আওয়াক বলেন, অস্থায়ী সংবিধানে আগের সংবিধানের কিছু বিষয় রাখা হয়েছে। যেমন রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে ও আইনশাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে।
আল-আওয়াক বলেন, এই নথিতে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। তিনি আরও বলেন, এটি সিরিয়ার নড়বড়ে রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখবে।
এর মনোযোগ থাকবে অন্তর্বর্তীকালীন ন্যায়বিচারের উপর। যার লক্ষ্য পূর্ববর্তী আল-আসাদ সরকারের অধীনে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা।
অস্থায়ী সংবিধানের অধীনে যেকোনো অসুবিধা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে আল-আওয়াক বলেন, নির্বাহী ক্ষমতা শুধু প্রেসিডেন্টের হাতে সীমাবদ্ধ থাকবে।
এদিকে, স্থায়ী সংবিধান প্রণয়নের জন্য একটি নতুন কমিটি গঠন করা হবে। তবে সেটিতে সিরিয়ার রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীগুলোকে আরও অন্তর্ভুক্ত করবে কিনা তা স্পষ্ট নয়।
সোমবার আল-শারা উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর সঙ্গে একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতি ও কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে তাদের সশস্ত্র বাহিনীকে একীভূত করা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.