11/24/2024 লবণের দানার চেয়ে ছোট ব্যাগ : কিনলে অণুবীক্ষণযন্ত্র ফ্রি
মুনা নিউজ ডেস্ক
১৮ জুন ২০২৩ ১২:০৯
আঙুলের ওপর ছোট্ট একটি কণা। যেটি লবণের দানার চেয়েও ক্ষুদ্র। খালি চোখে দেখাই যেন দায়। কণাটি আসলে একটি ব্যাগ। সবুজ রঙের ওপর কারুকাজ করা ব্যাগটি শিগগিরই নিলামে তোলা হবে। মজার বিষয় হলো ব্যাগটি কিনলে সঙ্গে পাওয়া যাবে একটি অণুবীক্ষণযন্ত্র। কারণ, এর মাধ্যমে ক্রেতা ব্যাগটি ভালোভাবে দেখতে পাবেন।
ব্যাগটি তৈরি করা হয়েছে বিলাসবহুল ফ্যাশনপণ্য নির্মাতা লুই ভিতনের একটি ব্যাগের আদলে। সেটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এমএসসিএইচএফ। এর আগেও বিচিত্র সব জিনিস বানিয়ে তাক লাগিয়েছে প্রতিষ্ঠানটি। যেমন চলতি বছরের ফেব্রুয়ারিতে রবারের তৈরি লাল রঙের উদ্ভট জুতা তৈরি করে ইন্টারনেটে সাড়া ফেলেছিল তারা।
বিচিত্র ব্যাগটি নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছে এমএসসিএইচএফ। সেখানে তারা লিখেছে, ‘ব্যাগটি লবণের একটি দানার চেয়েও ছোট। আর এতটাই পাতলা যে সুচের ফুটো দিয়ে বের হয়ে যেতে পারবে। ছোট্ট ব্যাগটি দেখতে আপনাদের অণুবীক্ষণযন্ত্রের প্রয়োজন পড়বে। ব্যাগটি আগামী সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে নিলামে তোলা হবে।’
ইনস্টাগ্রামে এমএসসিএইচএফের ভাষ্য, ‘বাজারে বড়, সাধারণ আকৃতি ও ছোট হাতব্যাগ রয়েছে। তবে এটি হলো ব্যাগের আকার ছোট করার সবচেয়ে শেষ ধাপ।’
সামাজিক যোগাযোগের মাধ্যমেও ব্যাগটি বেশ নজর কেড়েছে। ইনস্টাগ্রামে ব্যাগটির ছবিতে মজার মজার মন্তব্য করছেন সবাই।
একজন লিখেছেন, ‘এটি আসলেই অসাধারণ। ব্যাগটির ওপর কীভাবে ছোট ছোট কারুকাজগুলো করা হয়েছে, তা দেখতে আমার ভালো লাগবে।’
আরেকজন লিখেছেন, ‘সত্যি বলতে কি, আমি যদি আসলেই ধনী হতাম, তাহলে ব্যাগটি কিনতাম। আর অণুবীক্ষণযন্ত্রের নিচে রেখে সেটি দেখতাম। এটা খুবই মজার কাজ হতো।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.