03/14/2025 মুনা ইয়ুথ কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসের গ্র্যান্ড ইয়ুথ ইফতার এবং কিয়ামুল লাইল অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
১৩ মার্চ ২০২৫ ২২:২৪
মুনা ইয়ুথ কানেকটিকাট এবং ম্যাসাচুসেটস এর আয়োজনে গ্র্যান্ড ইয়ুথ ইফতার এবং কিয়ামুল লাইল প্রোগ্রাম গত ৮ মার্চ শনিবার নবনির্মিত মুনা কানেকটিকাট সেন্টারে অনুষ্ঠিত হয়। আধ্যাত্নিক উন্নয়ন ও আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নৈকট্য লাভের মহত উদ্দেশ্যে আয়োজিত, এই মেজর ইসলামিক ইয়ুথ ইভেন্টে বিপুল সংখ্যক তরুণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
শনিবার স্থানীয় সময় আসরের সালাতের পর গ্র্যান্ড ইয়ুথ ইফতার এবং কিয়ামুল লাইল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ সেগমেন্ট ছিলো বিশিষ্ট অতিথিবৃন্দের সিরিজ ইন্সপাইরিং স্পিচ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুনা ন্যাশনাল ইয়ুথ ডিরেক্টর ব্রাদার আকিব আজাদ। তিনি তার আলোচনায় ইয়ং জেনারেশনের বিশ্বাসের পরিশুদ্ধতা এবং স্রষ্টার সাথে সম্পর্ক বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে মোটিভেশনাল স্পিচ প্রদান করেন মুনা ইস্ট জোন অ্যাসিস্ট্যান্ট ইয়ুথ ডিরেক্টর ব্রাদার আদিল আব্দুল্লাহ। এর পাশাপাশি মুনা ইয়ুথ-এর বিভিন্ন চ্যাপ্টার লিডারগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় এবং দ্বীন চর্চা বৃদ্ধিতে তরুণদের প্রতি উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মুনা ইয়ুথ কানেকটিকাট চ্যাপ্টার প্রেসিডেন্ট হাসানুল রিফাত। উৎসবমুখর কমিউনিটি ইফতার ও ডিনার আয়োজেন সহায়তা করেন একদল নিবেদিতপ্রাণ সিনিয়র স্বেচ্ছাসেবক। তারা অত্যন্ত স্নেহসুলভ ও আন্তরিক পরিবেশে আমন্ত্রিত তরুণদের আপ্যায়নের ব্যবস্থা করেন।
এরপর সবাই জামায়াতের সাথে তারাবির সালাত ও কিয়ামুল লাইল আদায় করেন। এভাবে অংশগ্রহণকারনী তরুণরা পুরো রাত এক অপূর্ব স্পিরিচুয়াল ও স্বর্গীয় পরিবেশে মসজিদে অতিবাহিত করেন। রাতের শেষভাগে এক সাথে তাহাজ্জুদ সালাত আদায় ও সাহরি গ্রহণের পর সালাতুল ফজরের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অংশগ্রহণকারীগণ অনুষ্ঠানটি থেকে এতটাই অনুপ্রাণিত হন যে, ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রামে আরো বেশি উপস্থিত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এ আয়োজনের সাফল্য তরুণ মুসলিমদের মধ্যে ইসলামী জ্ঞান এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে মুনা ইয়ুথের ডেডিকেশনকে আরো বাড়িয়ে তুলবে বলেই শুভাকাঙ্খীগণের প্রত্যাশা।
আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.