03/13/2025 ৫০% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলো আমেরিকান শিক্ষা বিভাগ
মুনা নিউজ ডেস্ক
১২ মার্চ ২০২৫ ২৩:২০
আমেরিকান শিক্ষা বিভাগ থেকে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল সরকারের আকার ছোট করার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, এই সিদ্ধান্তে প্রভাবিত হবেন প্রায় ২১০০ কর্মী। যাদের আগামী ২১শে মার্চ থেকে ছুটিতে পাঠানো হবে। দীর্ঘদিন ধরেই এই বিভাগটি বাতিল করার চেষ্টা করছেন ট্রাম্প। অনেক রিপাবলিকানরাও ট্রাম্পের সঙ্গে একমত পোষণ করেন। তবে এ ধরনের পদক্ষেপ নিতে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়।
যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগে বর্তমানে কর্মরত আছেন ৪ হাজারের বেশি কর্মী। প্রতিবছর এই বিভাগের ব্যয় হচ্ছে ২৩৮ বিলিয়ন ডলার। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই বিভাগ যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুলের তহবিল তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে। নিম্ন আয়ের শিক্ষার্থীদের জন্য সহায়তা কর্মসূচি পরিচালনা করে এই বিভাগ।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন এক বিবৃতিতে জানিয়েছেন, ইতিমধ্যেই বিভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের কাজ শুরু করেছেন তারা। পরিকল্পনা অনুযায়ী বিভাগের প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। তিনি বলেন, এই ছাঁটাইয়ের ফলে বিভাগের সকল স্তরে এর প্রভাব পড়বে। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং করদাতাদের আরও ভালো সেবা প্রদান করা হবে।
জানুয়ারিতে ট্রাম্প যখন শপথ নেন তখন বিভাগের কর্মীর সংখ্যা ছিল ৪ হাজার ১৩৩ জন। যুক্তরাষ্ট্রের মন্ত্রিপরিষদ পর্যায়ের ১৫টি বিভাগের মধ্যে সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে এটি।
হিসাব মতে, কর্মী ছাঁটাইয়ের পর শিক্ষা বিভাগের কর্মীর সংখ্যা দাঁড়াবে ২ হাজার ১৮৩ জনে। তবে ইতিমধ্যেই ট্রাম্পের বাইআউট (স্বেচ্ছা অবসর গ্রহণ) প্রোগ্রামের আওতায় অনেকেই বছরের শুরুতে অবসরে গিয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.