03/13/2025 ফিলিস্তিন বিশ্ব সাহিত্য পুরস্কারের জন্য দরখাস্ত আহ্বান করেছে কর্তৃপক্ষ
মুনা নিউজ ডেস্ক
১২ মার্চ ২০২৫ ১৬:১৭
তৃতীয় ফিলিস্তিন বিশ্ব সাহিত্য পুরস্কারের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। ফিলিস্তিন বিশ্ব সাহিত্য পুরস্কারের সচিবালয় আনুষ্ঠানিকভাবে এই আহ্বান জানিয়েছে। মেহর নিউজ গত মঙ্গলবার এই খবর দিয়েছে।
২০১৮ সালে একটি বেসরকারি উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত এই মর্যাদাপূর্ণ পুরস্কারের লক্ষ্য ফিলিস্তিন সম্পর্কিত সাহিত্যকর্মকে স্বীকৃতি দেওয়া। প্রতি দুই বছর অন্তর সাংস্কৃতিক ও সাহিত্যিক ইউনিয়নের পাশাপাশি ইসলামী দেশগুলির বিভিন্ন সমিতি এবং প্রতিষ্ঠানের সহযোগিতায় এই সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত হয়।
পুরস্কারের ২০২৬ আসরে বিশ্বব্যাপী প্রকাশিত ফিলিস্তিন বিষয়ক সাহিত্যিক বইগুলি পরিচয় করিয়ে দেওয়া এবং উদযাপন করা হবে। যেসব লেখক, কবি এবং প্রকাশক ফিলিস্তিনের উপর নজর দিয়ে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পক্ষে কলম ধরেছেন তাদের সম্মান জানানো হবে।
ফিলিস্তিনি সংগ্রামের শহীদদের স্মরণে এবং ইসরায়েলি শাসনব্যবস্থার নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণকে সমর্থনে ফিলিস্তিন বিশ্ব সাহিত্য পুরস্কার প্রতিষ্ঠা করা হয়।
আগ্রহী প্রার্থীগনকে তাদের আবেদন ২০২৬ সালের মে মাসের মধ্যে পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইট www.palintaward.com -এর মাধ্যমে অথবা তেহরান বা বৈরুতে পুরস্কারের সচিবালয় অফিসে জমা দিতে হবে।
ফিলিস্তিন বিষয়ে যোগ্য রচনাগুলি অবশ্যই ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে প্রকাশিত হতে হবে। শিশুতোষ গল্প, ছোটগল্পের সংগ্রহ, উপন্যাস, স্মৃতিকথা এবং প্রকাশিত নাটক সহ বিভিন্ন বিভাগে সাহিত্যকর্ম জমা দেওয়া যাবে। মোট পুরস্কারের পরিমাণ হবে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.