11/22/2024 তিন ছেলেকে লাইনে দাঁড় করিয়ে গুলি করেন বাবা
মুনা নিউজ ডেস্ক
১৮ জুন ২০২৩ ১১:১৮
পরিকল্পনা করে তিন ছেলেকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছেন বাবা। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের। ওই ব্যক্তি ইতিমধ্যে তার অপরাধ স্বীকার করেছেন বলে প্রসিকিউটররা শুক্রবার বলেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৩২ বছর বয়সী চ্যাড ডোরম্যান বাড়িতে তার স্ত্রীকে আহত করার জন্যও অভিযুক্ত হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে গুরুতর হত্যার অভিযোগ আনা হয়েছে।
ক্লারমন্ট কাউন্টি শেরিফের অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মকর্তারা কয়েকটি ফোন পাওয়ার পর ১৫ জুন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার কিছু আগে মনরো টাউনশিপের বাড়িতে ছুটে যান। তারা তিন, চার ও সাত বছর বয়সী তিনটি ছেলেকে বাড়ির বাইরে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান এবং তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শিশুরা ঘটনাস্থলেই মারা যায়। মৃতদের নাম প্রকাশ করা হয়নি।
ডোরম্যানকে বাড়িতেই বসে ছিলেন। তাকে সেখান থেকেই হেফাজতে নেওয়া হয়। শুক্রবার তাকে গুরুতর হত্যার তিনটি অভিযোগে সাজা দেওয়া হয়েছে।কর্মকর্তারা গোলাগুলির পেছনে কি উদ্দেশ্য ছিল তা জানাননি।
ক্লারমন্ট কাউন্টির মিউনিসিপ্যালকোর্টের প্রধান প্রসিকিউটর ডেভিড গাস্ট শুক্রবার ডোরম্যানের বিচারের সময় বলেছেন, একটি ছেলে আতঙ্কে কাছের মাঠে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু ডোরম্যান তাকে ধরে ফেলে এবং হত্যা করার আগে বাড়িতে ফিরিয়ে এনেছিল।
অন্যদিকে ৩৪ বছর বয়সী মা তার ছেলেদের রক্ষার চেষ্টার সময় তার হাতে বন্দুকের গুলি লেগেছে। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
ডোরম্যানের জামিন ২০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। আদালতে কোনো আইনজীবী তার প্রতিনিধিত্ব করেছিলেন কি না তা আদালতের নথিগুলো থেকে জানা যায়নি। বর্তমানে তাকে ক্লারমন্ট কাউন্টি জেলে রাখা হয়েছে। প্রধান প্রসিকিউটর এই হত্যাকাণ্ডকে তার দেখা সবচেয়ে খারাপ অপরাধ বলে অভিহিত করেছেন।
সূত্র : এপি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.