03/10/2025 ৮ মার্চ আল-কুরআন দাওয়াহ সেন্টারের বার্ষিক তহবিল সংগ্রহ এবং টেলি-তাফসীর মাহফিল
মুনা সাংগঠনিক ডেস্ক
৭ মার্চ ২০২৫ ০০:২৮
আল-কুরআন দাওয়াহ সেন্টার এর উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক তহবিল সংগ্রহ এবং টেলি-তাফসীরুল কুরআন মাহফিল আগামী ৮ মার্চ, ২০২৫ শনিবার আমেরিকান স্ট্যান্ডার্ড টাইম দুপুর ২:০০ টা এবং বাংলাদেশ সময় রাত ১:০০ টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি নিন্মে প্রদত্ত ফেইসবুক এবং ইউটিউব এড্রেসে একযোগে সরাসরি সম্প্রচার হবে।
https://www.facebook.com/MunaDawah/
https://www.youtube.com/channel/UCfqNvqtFfgzdKOwQbM8UkMA
মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীগণের সাথে লাইভ এ যুক্ত হবেনমুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট খ্যাতিমান ইসলামিক স্কলার ইমাম দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান এবং ডোনেশন কার্যক্রমে অংশ নিতে নিচের নাম্বারগুলোতে সরাসরি ফোন কলেও যুক্ত হতে পারবেন। ফোন নাম্বারগুলো নিন্মরূপ-
# 1 (917) 444-9950
# 1(213)660-2959
# 1(929) 600-8150
অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে জন্য প্রদত্ত এড্রেসগুলো ফলো করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছেন আল-কুরআন দাওয়াহ সেন্টার, ইউএসএ কর্তৃপক্ষ।
বার্তা প্রেরণ
আল-কুরআন দাওয়াহ সেন্টার, ইউএসএ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.