04/03/2025 ইফতার বিতরণের জন্য হলিউড অভিনেতা নিজের সফরসূচি বিলম্বিত করলেন
মুনা নিউজ ডেস্ক
৩ মার্চ ২০২৫ ১৩:২৪
মার্কিন অভিনেতা টেরি ক্রুস রমজানের প্রথম দিনে দুবাইতে ইফতারের প্যাক বিতরণের জন্য তার দেশে ফেরার ফ্লাইট বিলম্বিত করেছেন। আমেরিকান অভিনেতা, টেলিভিশন উপস্থাপক এবং সাবেক ফুটবল খেলোয়াড় টেরি ইফতারের প্যাকেট করতে সাহায্য করার জন্য শনিবার আল কুজের একটি শ্রম শিবিরে দ্য গিভিং ফ্যামিলিতে (টিজিএফ) যোগ দিয়েছিলেন।
টিজিএফের সহ-প্রতিষ্ঠাতা জেহরা রিজভি বলেন, তার ১ মার্চ ফ্লাইট ধরার কথা ছিল, কিন্তু যখন আমরা তাকে আমাদের ইফতারের উদ্যোগের কথা বলি, তখন তিনি তার ফিরতে বিলম্ব করেন। তিনি প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেছিলেন, আমাদের বাক্স প্যাক করতে সাহায্য করেছিলেন। তিনি স্বেচ্ছাসেবকদের সাথে পরিচিত হওয়ার জন্য সময় নিয়েছিলেন এবং কর্মীদের সাথে কথা বলেছিলেন। তিনি সত্যিই খুব মধুর ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে টেরিকে স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলতে দেখা গেছে।
টেরি বলেছেন, আমি আসলেই বাকরুদ্ধ হয়ে গেছি। আমি আপনাদের জানাতে চাই যে আপনারা এখানে যা করছেন তা অনেকের কাছেই অনেক অর্থবহ।
টেরি আরও বলেন, স্বেচ্ছাসেবকরা তাকে তার পরিবারের কথা মনে করিয়ে দিয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.