04/03/2025 বাংলাদেশে প্রকাশ্যে ধূমপান নারী-পুরুষ সবার জন্য নিষিদ্ধ
মুনা নিউজ ডেস্ক
২ মার্চ ২০২৫ ২৩:০০
বাংলাদেশের আইনে প্রকাশ্যে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ। এটা একটি অপরাধ ও এটি সবাইকে মেনে চলতে হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রবিবার (২ মার্চ) বিকেলে ঢাকার মিরপুর ১৪ নম্বরে ‘‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’’ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদপুরের লালমাটিয়ায় দুই নারীর ধূমপান নিয়ে হুলস্থুল নিয়ে করা এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আমি যতটুকু জানি, ওই দুই নারী সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার সময় তাদের বাধা দেন এবং চা ছুড়ে মারেন। সবাইকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান নারী-পুরুষ সবার জন্য নিষিদ্ধ। এটি একটি অপরাধ। এটি সবাইকে মেনে চলতে হবে।”
তিনি আরও বলেন, ‘‘এখন রমজান চলছে, সবাইকে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টাও সবাইকে অনুরোধ করেছেন, কেউ যেন প্রকাশ্যে খাবার না খান। এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।’’ পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইন্সের মেস, ক্যান্টিন ও রান্নাঘর ঘুরে দেখেন এবং পুলিশ সদস্যদের খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় “প্রকাশ্যে ধূমপান” করছিলেন ওই দুই তরুণী। এতে বয়স্ক এক ব্যক্তির “আপত্তি” থেকে “বাগ্বিতণ্ডা” ও মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হয়। পরে ওই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মোহাম্মদপুর থানায় প্রায় ৪ ঘণ্টা ধরে দুই পক্ষের “দেন-দরবারে আপসের” পর রাত সাড়ে ১১টার দিকে দুই তরুণীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.