04/03/2025 ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় সংযোজন হচ্ছে নতুন প্রজন্মের বাভার-৩৭৩
মুনা নিউজ ডেস্ক
২ মার্চ ২০২৫ ২২:৪২
খুব শিগগিরই ‘বাভার-৩৭৩’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নতুন প্রজন্ম উন্মোচনের ঘোষণা দিলেন ইরানি কমান্ডার। রোববার ইরানের খাতাম আল-আনবিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহিফার্দ এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ সক্ষমতা ও সম্ভাবনার ওপর জোর দেন, যা যেকোনো হুমকির মোকাবিলায় প্রস্তুত।
ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা বলেন, ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ শক্তির শিখরে রয়েছে এবং তারা যেকোনো হুমকির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে প্রস্তুত।
নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে এই কমান্ডার উল্লেখ করেন, বেশিরভাগ সামরিক সরঞ্জাম সম্পূর্ণভাবে দেশীয়ভাবে নির্মিত।
ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা বলেন, ‘আমরা এই সরঞ্জামগুলোর উন্নয়ন করেছি। যা বিদ্যমান হুমকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এমনকি সেই হুমকির চেয়েও উচ্চমানের’।
একই সঙ্গে তিনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির বিষয়ে বলেন, ‘সামরিক মহড়ায় আমাদের সশস্ত্র বাহিনীর কেবল একটি ক্ষুদ্র অংশ প্রদর্শন করা হয়েছে। সেখানে দেখা গেছে, কিভাবে উন্নত সংস্করণের বাভার-৩৭৩ প্রতিরক্ষা ব্যবস্থা রাতের অন্ধকারেও লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম’।
আলিরেজা সাবাহিফার্দ বলেন, নতুন প্রজন্মের এই প্রতিরক্ষা ব্যবস্থা খুব শিগগিরই উন্মোচিত হবে। যার শক্তি বিশ্বের অন্য কোনো প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনীয় নয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.