04/03/2025 ট্রাম্পের কড়া সমালোচনা করলেন ডেমোক্র্যাট নেতারা
মুনা নিউজ ডেস্ক
১ মার্চ ২০২৫ ১৯:১৪
বিশ্ব মঞ্চে আমেরিকাকে বিব্রত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির শীর্ষ ডেমোক্র্যাট নেতারা। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট নেতারা ওই নিন্দা জানান। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রে এমন খবর পাওয়া গেছে।
কংগ্রেসের উভয় কক্ষের শীর্ষ ডেমোক্র্যাট নেতারা এ ঘটনায় ট্রাম্পকেই দোষারোপের মঞ্চে দাঁড় করান। এর আগে, সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার রিপাবলিকান নেতা প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতোই ‘নোংরা কাজ’ করছেন বলে অভিযোগ করেন। এবার জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর বিরোধীরা ট্রাম্পের সমালোচনায় সরব।
প্রতিনিধি পরিষদের মাইনরিটি নেতা হাকিম জেফ্রিসও ওভাল অফিসে ঘটনা পরিস্থিতিকে ভয়াবহ বলে অভিহিত করে একটি বিবৃতি প্রকাশ করেছেন। জেফ্রিস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন বিশ্ব মঞ্চে আমেরিকাকে বিব্রত করে চলেছেন।
তিনি রাশিয়ার সঙ্গে আপস না করার এবং পুতিনকে ‘সাহসী’ হিসেবে উপস্থাপন করার ঝুঁকি না নেওয়ার জেলেনস্কির আহ্বানের প্রতিধ্বনি করেন। ইউক্রেনের অবস্থানকে সমর্থন করে জেফ্রিস বলেন, যুক্তরাষ্ট্রের রাশিয়ার আগ্রাসনকে পুরস্কৃত করা উচিত নয় এবং পুতিনকে সন্তুষ্ট করা চালিয়ে যাওয়া উচিত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, তিন বছর ধরে জেলেনস্কি এবং ইউক্রেনীয় জনগণ গণতন্ত্র, স্বাধীনতা এবং সত্যের পক্ষে লড়ছেন। তাদের সাফল্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে। বিজয় না হওয়া পর্যন্ত আমাদের ইউক্রেনের সাথে দাঁড়ানো উচিত।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ওই বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রেসিডেন্ট বলেছেন, যখন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন, তখন হোয়াইট হাউসে আসতে পারেন। প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তাদের বরাতে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট- ইউক্রেনের প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.