11/25/2024 ব্রাজিলে ঘূর্ণিঝড় : মৃত্যু ১১ এবং নিখোঁজ ২০
মুনা নিউজ ডেস্ক
১৮ জুন ২০২৩ ১০:০৫
ঘূর্ণিঝড় আঘাত হানার পর ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ছাড়াও নিখোঁজ রয়েছে আরো ২০ জন। রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। শুক্রবার একটি অতিরিক্ত গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় অঞ্চলটিতে আঘাত হানে।
রিও গ্র্যান্ডে ডো সুলের সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঝড়ের কারণে প্রবল বৃষ্টি হয়েছে। নিখোঁজ ২০ জনকে খুঁজে পেতে বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টার দিয়ে অনুসন্ধান চলছে।
ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কারা শহর, যার জনসংখ্যা আট হাজারের বেশি। রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট এলাকাটি পরিদর্শনের পর বলেন,
‘কারা শহরের পরিস্থিতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
সংগঠিত উপায়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানচিত্র দ্রুত তৈরি এবং যাদের সহায়তা প্রয়োজন তাদের চিহ্নিত করা অপরিহার্য।’
এ ছাড়াও কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত পূর্ব উপকূলের ম্যাকুইন পৌরসভায় প্রায় এক ফুট বৃষ্টিপাত হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দা শহরের খেলাধুলার জায়গায় আশ্রয় নিয়েছে। কর্তৃপক্ষ বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঝুঁকির জন্য সতর্কতাও জারি করেছে।
কর্তৃপক্ষ গত দুই দিনে দুই হাজার ৪০০ জনকে উদ্ধার করেছে জানিয়ে লেইট বলেন, ‘প্রাথমিক অবস্থায় আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের জীবন রক্ষা করা ও বাঁচানো। আমরা আটকে পড়া লোকদের উদ্ধার করছি, নিখোঁজদের খুঁজে বের করছি এবং পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছি।’
ব্রাজিলে মারাত্মক বন্যা একটি সাধারণ ঘটনা। কয়েক দশক ধরে এই দুর্যোগটি সেখানে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.