04/03/2025 বাংলাদেশে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি
মুনা নিউজ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫২
আগামী ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র-নাগরিকের নতুন রাজনৈতিক দল। ওই দিন বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের সামনে নতুন এ রাজনৈতিক শক্তির সূচনা হবে।
সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত ছাত্র-নাগরিকরা।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বিগত দিনে মহান জাতীয় সংসদে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সেখানে ব্যক্তি স্বার্থ ও আশা-আকাঙ্ক্ষা প্রাধান্য পেয়েছে। যার মাধ্যমে এ দেশে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। তাই আমরা সেই জাতীয় সংসদকে সামনে রেখে আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে চাই।
আমরা চাই নতুন বাংলাদেশে ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থ প্রাধান্য পাবে। তিনি বলেন, আমাদের দলের আত্মপ্রকাশের দিনে বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই বিপ্লবের আহত, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন জাতি গোষ্ঠী, ধর্মীয় প্রতিনিধি, প্রবাসী ও বিগত সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে লড়াই সংগ্রামে থাকা ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। আমরা আশা করছি এর মাধ্যমে বাংলাদেশে নবদিগন্তের আরেকটি দ্বারের সূচনা হবে।
নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা আত্মপ্রকাশের দিন আহ্বায়ক কমিটি ঘোষণা করবো। যেটি আমাদের সর্বোচ্চ ফোরামে আলাপ-আলোচনা ও ঐক্যমত্যের ভিত্তিতে গঠন করা হয়েছে। কিন্তু আগামী দিনে আমাদের নেতৃত্ব নির্ধারণ হবে পার্টির গঠনতন্ত্রের আলোকে নির্বাচনের মাধ্যমে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.