04/03/2025 অনুষ্ঠানে প্রবেশে বাধা : তিন হোয়াইট হাউস কর্মীর বিরুদ্ধে এপি’র মামলা
মুনা নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১১
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ায় হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে। গতকাল শুক্রবার ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় এপি বলেছে, প্রেসিডেন্টের অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে। দেশটির সংবিধানের প্রথম সংশোধনীতে মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর ‘মেক্সিকো উপসাগরের’ নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার জন্য একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।
ওই আদেশ অনুসরণ করতে অস্বীকৃতি জানায় এপি। এরপর ১০ দিন আগে থেকে এপি’র সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানেও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এপি’র প্রতিবেদকদের।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সংবিধান কর্তৃক নিশ্চিত গণমাধ্যমের স্বাধীনতার অধিকারকে সমর্থন করার জন্য ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এপি জানিয়েছে, ’হোয়াইট হাউস অ্যাসোসিয়েটেড প্রেসকে তাদের কভারেজে কিছু শব্দ ব্যবহার করার নির্দেশ দিয়েছে, অন্যথায় অনির্দিষ্টকালের জন্য প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হবে।’
এতে বলা হয়েছে, সংবাদমাধ্যম এবং যুক্তরাষ্ট্রের সকল মানুষের নিজস্ব শব্দ বেছে নেওয়ার অধিকার রয়েছে এবং সরকার কর্তৃক প্রতিশোধ নেওয়ার অধিকার নেই। ’সংবিধান সরকারকে বাক নিয়ন্ত্রণের অনুমতি দেয়নি। এই ধরনের সরকারি নিয়ন্ত্রণ এবং প্রতিশোধ গ্রহণের অনুমতি দেওয়া প্রতিটি আমেরিকানের স্বাধীনতার জন্য হুমকি।’
মামলায় হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা সুসান ওয়াইলস, উপপ্রধান কর্মকর্তা টেইলর বুদোউইচ ও প্রেস সচিব ক্যারোলাইন লেভিটের নাম বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।
লেভিট গতকাল শুক্রবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে উপস্থিত হওয়ার সময় বলেছেন, আমরা তাদের আদালতে দেখব।
তিনি বলেন, আমরা মনে করি আমরা সঠিক পথে আছি। হোয়াইট হাউসে প্রতিদিন যেন সত্য ও নির্ভুলতা বিদ্যমান থাকে, তা আমরা নিশ্চিত করব।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.