04/03/2025 কাজের হিসেব দিতে না পারলে ফেডারেল কর্মীদের চাকরি ছাড়তে বললেন মাস্ক
মুনা নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫১
কাজের হিসেব চেয়ে ফেডারেল কর্মকর্তাদের ই-মেইল দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। শনিবার বিকেলে পাঠানো ই-মেইলে গত এক সপ্তাহে কাজের তালিকা জমা দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। এটি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে ট্রাম্প প্রশাসনের সর্বশেষ চাপ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, সরকারি কর্মকর্তাদের ওই মেইলটি পাঠানোর আগে এক্সের এক বার্তায় ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ধনকুবের ইলন মাস্ক বলেছেন, খুব শীঘ্রই গত সপ্তাহে কী করেছেন তা দেয়ার জন্য একটি ই-মেইল পাবেন। যারা উত্তর দিতে ব্যর্থ হবেন তাদের বরখাস্ত করা হবে বলেও হুঁশিয়ার করেছেন মাস্ক।
ইতোমধ্যেই বিশ্ববাসী জেনে গেছে যে, ট্রাম্প প্রশাসন আসার পর সরকারি তহবিল পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছেন মাস্ক। তিনি সহায়তা তহবিল সংকুচিত এবং ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ে বেশ আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ট্রাম্পের বক্তৃতার পরপরই কর্মকর্তাদের গত সপ্তাহের কাজের হিসাব চেয়ে ই-মেইল দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে বিবিসি। ওই বার্তার মূল বিষয় হচ্ছে গত সপ্তাহে কর্মকর্তারা কী করেছেন তার হিসেব যাচাই করা। ই-মেইলের সত্যতা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট’স হিউম্যান রিসোর্স এজেন্সি। বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।
গত সপ্তাহে কর্মকর্তারা যে যে কাজ করেছেন; আগামী সোমবারের মধ্যে তা জানানোর নির্দেশ দিয়েছে দ্য অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট (ওপিএম)। পরবর্তী পদক্ষেপগুলো তারাই ঠিক করবে বলে জানানো হয়েছে। কর্মকর্তাদের দক্ষ ও জবাবদিহিমূলক ফেডারেল কর্মীবাহিনী করে গড়ে তুলতে ট্রাম্পের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়ন করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ওপিএম।
ওই ই-মেইলের একটি অনুলিপি বিবিসির হাতেও পৌঁছেছে। যেখানে কর্মকর্তাদের কাজের ব্যাখ্যা সম্পর্কে পাঁচটি বুলেট পয়েন্ট উল্লেখ করতে বলা হয়েছে। সোমবার মধ্যরাতের মধ্যে কোনো গোপন তথ্য প্রকাশ না করে ওই ই-মেইলের উত্তর চেয়েছে কর্তৃপক্ষ। তবে কেউ যদি উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে কিনা সে বিষয়টি উল্লেখ করা হয়নি।
সরকারি কর্মকর্তাদের এভাবে ই-মেইল দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছে দ্য আমেরিকান ফেডারেশন অব গভার্নমেন্ট ইমপ্লয়িজ নামক সংস্থা। যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তাদের সবচেয়ে বড় সংস্থা এটি। ওই ই-মেইলের কড়া সমালোচনা করে সংস্থাটি বলেছে, এটি নিষ্ঠুর এবং অপমানজনক। পাশাপাশি ফেডারেল কর্মকর্তাদের বেআইনিভাবে বরখাস্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে তারা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.