02/23/2025 যুদ্ধ বন্ধে জেলেনস্কি ও পুতিনকে অবশ্যই একত্রিত হতে হবে: ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৮
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ শেষ করতে হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবশ্যই একত্রিত হতে হবে।
হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমার মনে হয় পুতিন ও জেলেনস্কিকে একত্রিত হতে হবে। কারণ আমরা লাখ লাখ মানুষের মৃত্যু বন্ধ করতে চাই।
যদিও এর আগে জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তাছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্যও ইউক্রেনকেই দায়ী করেন তিনি।
সৌদি আরবে ইউক্রেনকে ছাড়াই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সৌদি আরবে ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় তিনি অবাক হয়েছেন। ভবিষ্যতে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা না করার দাবি জানান জেলেনস্কি। এরপরই ট্রাম্প ওই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রভাবিত ভুল তথ্যের জগতে বসবাস করছেন বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
অন্যদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এটি ঘটতে বাধা দেবেন বলেও দাবি করেছেন।
তবে এই যুদ্ধ করে কোনো পক্ষের কোনো লাভ হবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, আপনারা এটি (বিশ্বযুদ্ধ) থেকে দূরে নন। আমি বলছি, এটি দূরে নয়। যদি বাইডেন সরকার আর এক বছর থাকতো, তাহলে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.