02/22/2025 গাজা পুনর্নির্মাণে মিশরের প্রেসিডেন্টের আহ্বান
মুনা নিউজ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৬
ফিলিস্তিনিদের উৎখাত ছাড়াই গাজা পুনঃনিমার্ণের আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। বুধবার ফিলিস্তিনিদের উৎখাত ছাড়াই আন্তর্জাতিক মহলের প্রতি একটি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজাবাসীকে অন্যত্র সরিয়ে সেখানে অবকাঠামো নির্মাণের আশা ব্যক্ত করেন। এর পরিপ্রেক্ষিতে মিশর ও জর্ডানের প্রতি গাজার অধিবাসীদের আশ্রয় দেয়ার আহ্বান জানান। যদিও দেশ দুটি তাৎক্ষণিক ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে।
এদিকে মাদ্রিদে, স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের উৎখাত ছাড়াই গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক মহলের প্রতি একটি পরিকল্পনা গ্রহণের গুরুত্বের ওপর জোর তাগিদ দেন আব্দেল ফাত্তাহ।
এর আগে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা থেকে উৎখাত করে সেখানে আন্তর্জাতিক মানের ‘রিসোর্ট’ তৈরির প্রস্তাব দিয়েছেন। তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের ‘রিভেরিয়া’ করার পরিকল্পনা করেছেন।
উল্লেখ্য, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএসআরডব্লিউএ) ফিলিস্তিনসহ প্রতিবেশী আরব দেশ যেমন-সিরিয়া, লেবানন, জর্ডানের লাখ লাখ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা ও আশ্রয় দিয়ে সাহায্য করে থাকে। সিসি বলেছেন, ওই সাহায্য ফিলিস্তিনিদের জন্য অপরিহার্য। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.