04/19/2025 ভুল তথ্যে আচ্ছন্ন ট্রাম্প : জেলেনস্কি
মুনা নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৮
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার তৈরি করা ভুল তথ্যের জগতে বাস করছেন। ট্রাম্প সম্প্রতি ইউক্রেইনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা ৪ শতাংশে নেমে এসেছে বলে দাবি করার পর জেলেনস্কি এই মন্তব্য করলেন।
তিনি বলেন, তার জনপ্রিয়তা কমে আসা নিয়ে এই ভুল তথ্য রাশিয়াই ছড়াচ্ছে বলে ইউক্রেইনের কাছে ‘প্রমাণ’ আছে। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এই সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে।
“নেতা হিসেবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, তিনি এই অপতথ্যের জগতে বাস করছেন”, বলেন জেলেনস্কি।
ইউক্রেনে জেলেনস্কির জনপ্রিয়তা মাত্র ৪ শতাংশ বলে ট্রাম্প দাবি করলেও ‘কিইভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোসিওলজি’- এর জরিপমতে, এখনও ৫৭ শতাংশ ইউক্রেনীয় জেলেনস্কিকে সমর্থন করে।
সেই প্রেক্ষাপটে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে জেলেনস্কি বলেছেন, তাকে অপসারণ করার চেষ্টা কাজে আসবে না।
ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে আসার পরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি আমূল বদলে গেছে। বাইডেন প্রশাসন দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে থাকলেও তার পর প্রেসিডেন্ট পদে বসা ট্রাম্পের অবস্থান এখনও পর্যন্ত পুরোপুরি রাশিয়া ঘেঁষা।
সৌদি আরবে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার পরই ইউক্রেইন যুদ্ধের দায় পুরোপুরি কিইভের ওপরই চাপিয়েছেন ট্রাম্প। যদিও ২০২২ সালে ইউক্রেইনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া।
আর কেবল যুদ্ধের দায় চাপানোই নয়, নির্বাচন না করে ইউক্রেনের প্রেসিডেন্ট পদে ভলোদিমির জেলেনস্কির থেকে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জেলেনস্কির জনপ্রিয়তা ৪ শতাংশে নেমে গেছে বলে মঙ্গলবারেই দাবি করেছেন ট্রাম্প।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.