04/19/2025 বাংলাদেশে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে সংশ্লিষ্ট ৩৩ কর্মকর্তা ওএসডি
মুনা নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৩
বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের ৩৩ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। তাঁরা ২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই কারণে এর আগে ১২ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল।
অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
২০১৮ সালের নির্বাচনে নিবন্ধিত সব দল অংশ নেয়। ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয়ে যায় বলে অভিযোগ ওঠে। যে কারণে ২০১৮ সালের এ নির্বাচনকে অনেকেই ‘রাতের ভোটের’ নির্বাচন হিসেবে অভিহিত করে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, জালজালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে দিনের ভোট রাতে করার অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, র্যাবসহ জড়িত সবার বিরুদ্ধেই অনুসন্ধান করা হবে বলে সম্প্রতি জানিয়েছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.