02/22/2025 প্রেসিডেন্ট ট্রাম্প এবার ২৫ শতাংশ শুল্ক দেবেন গাড়ি, ওষুধে
মুনা নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪২
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ থামছেই না। যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যে একের পর এক শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করছেন তিনি। এবার জানালেন- গাড়ি, সেমিকন্ডাক্টর এবং ওষুধজাত পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা। মঙ্গলবার এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বিশ্লেষকরা বলছেন একের পর এক এভাবে শুল্ক আরোপের ফলে হুমকির মুখে পড়বে বিশ্ব বাণিজ্য। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ডনাল্ড ট্রাম্প এ পর্যন্ত শুল্ক আরোপের যেসকল পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে এটিই সর্বশেষ।
শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকে গাড়ি আমদানিতে অতিরিক্ত শুল্ক নীতি বাস্তবায়ন করবেন। বিশ্ব বাণিজ্যকে পুনর্গঠনের প্রক্রিয়া হিসেবে এভাবে শুল্ক নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ট্রাম্পের প্রশাসন।
খুব শিঘ্রই ট্রাম্পের মন্ত্রীসভার সদস্যরা বিভিন্ন পণ্যের আমদানিতে শুল্কের বিকল্প তুলে ধরে প্রতিবেদন জমা দেবেন বলে উল্লেখ করেছে রয়টার্স।
গাড়ি, ওষুধ এবং সেমিকন্ডাক্টর পণ্য আমদানিতে শুল্ক আরোপ করা হলে বিপাকে পড়বে ইউরোপের বাজার। তাই বুধবার তারা ট্রাম্পের প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন ইউরোপীয়ান ইউনিয়নের বাণিজ্য বিষয়ক প্রধান মারোস সেফকোভিচ।
ট্রাম্পের শুল্ক নীতির হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক, ট্রাম্প মনোনীত মার্কিন বাণিজ্য বিষয়ক প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেটের সঙ্গে দেখা করবেন ইইউ-এর ওই নেতা।
সাক্ষাৎকালে তিনি ইউরোপ এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রাখার ওপর জোর দিবেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.