02/22/2025 শেখ আব্দুল রহমান আল হুদাইফি মসজিদে নববীর প্রধান ইমাম নিযুক্ত
মুনা নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪
মদিনার পবিত্র মসজিদে নববীর প্রধান ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি। পাশাপাশি এই মসজিদের কোরআন তেলাওয়াত প্রোগ্রামের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে শেখ ইব্রাহিম আল-আকবারকে।
পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের বরাতে দুই পবিত্র মসজিদবিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ এ তথ্য জানিয়েছে।
সুপরিচিত এই ইসলামিক ব্যক্তিত্ব এতদিন মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর পূর্বে তিনি মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর সময়ে তৈরি প্রথম মসজিদ মসজিদে কুবায় ইমাম ছিলেন। মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আইনশাস্ত্র ও তাওহীদের লেকচারার হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
শেখ আব্দুল রহমান আল হুদাইফি সৌদির নাগরিক এবং তিনি সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য বিখ্যাত। এ ছাড়া তিনি মদিনায় কোরআন ছাপানোর দায়িত্বে থাকা কমিটির অন্যতম সদস্য।
শেখ আব্দুল রহমান ১৯৪৭ সালের ২২ মে জন্মগ্রহণ করেন। তিনি তার গ্রামেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল-হুদাইফির তত্ত্বাবধানে তিনি কোরআন হেফজ বা মুখস্ত করেন। এরপর ১৯৭৫ সালের দিকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
তিনি মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন। ইসলামিক আইনশাস্ত্র ও তাওহীদ বিষয়ে সুগভীর জ্ঞানসম্পন্ন শেখ হুদাইফি মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কাজ করেছেন। তার নিযুক্তি মসজিদে নববীর ধর্মীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.