11/22/2024 ইরান, রাশিয়া, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যে সমঝোতা
মুনা নিউজ ডেস্ক
১৭ জুন ২০২৩ ১১:৫৩
ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান নিজেদের মধ্যে পণ্য ও জ্বালানি তেল সরবরাহ সহজ করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এর পাশাপাশি এসব দেশ সমুদ্র যোগাযোগে সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছে।
১৫ জুন, বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ইরানের সড়ক এবং নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেহরদাদ বজারপশ এবং রাশিয়ার পরিবহন ও অবকাঠামো উন্নয়ন বিষয়ক স্টেট দুমা কমিটির প্রধান ইয়েভগেনি মস্কভিচেভের মধ্যে বৈঠকের সময় এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়।
এর পাশাপাশি দুই কর্মকর্তা জাহাজ চলাচলের ক্ষেত্রে সহযোগিতা বিশেষ করে আমিরাদাবাদ, বন্দর আঞ্জালি এবং কাস্পিয়ান সাগরে জাহাজ চলাচলের বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
ইরানের পরিবহন এবং নগর উন্নয়নমন্ত্রী সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের ২৬তম বৈঠকে যোগ দেয়ার জন্য বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তিনি বলেন, পরিবহন খাতে ইরান প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়।
এই বছর, ফোরামের মূল প্রতিপাদ্য বিষয় হল "ন্যায়বিচারের ভিত্তিতে সার্বভৌম উন্নয়ন : ভবিষ্যত প্রজন্মের জন্য বাহিনীতে যোগদান।"
সূত্র : প্রেস টিভি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.