02/22/2025 অনুষ্ঠিত হলো মুনা ডেলাওয়্যার ও নাহারের যৌথ চ্যাপ্টার লিডারশিপ গ্যাদারিং
মুনা সাংগঠনিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৫
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ডেলাওয়্যার ও নর্থ আমেরিকা হিউম্যানেটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ নাহার -এর যৌথ উদ্যোগে চ্যাপ্টার লিডারশিপ গ্যাদারিং প্রোগ্রাম গত ১৬ ফেব্রুয়ারি রবিবার ডেলাওয়্যার মুনা সেন্টারে অনুষ্ঠিত হয়।
ডেলাওয়্যার ও নাহারের সকল চ্যাপ্টারের এক্সিকিউটিভবৃন্দসহ সাব-চ্যাপ্টারের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ট্রেজারারগণ উক্ত লিডারশিপ গ্যাদারিং-এ আমন্ত্রিত হন।
ডেলওয়্যার চ্যাপ্টারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রাদার সাহাব উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় নিউয়ার্ক সাব-চ্যাপ্টারের প্রেসিডেন্ট ব্রাদার মোস্তার ফজলুর রহমান কর্তৃক মহাগ্রন্হ আল-কুরআন হতে তিলাওয়াতের মাধ্যমে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মুনা ডেলওয়্যার চ্যাপ্টারের প্রেসিডেন্ট বিএমএ বেলাল নূর। স্বাগত বক্তব্য প্রদান করেন ডেলাওয়্যার চ্যাপ্টারের এইড অ্যন্ড রিলিফ ডিপার্টমেন্ট ডিরেক্টর আবু সারওয়ার।
আলোচনা পর্বে 'নাহার-এর পরিচিতি, নাহার কী করে এবং কীভাবে করে' এ বিষয়ে আলোকপাত করেন নাহার এইড অ্যন্ড রিলিফ ডিপার্টমেন্ট-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাসির উদ্দিন।
অনুষ্ঠানে ডেলাওয়্যার চ্যাপ্টার লিডারগনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করা হয়।
বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহার-এর ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর সাইফুল ইসলাম ও ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর আতাউল হক উসমানী।
ডেলাওয়্যার চ্যাপ্টার-এর সভাপতি বিএমএ বেলাল নূর প্রদত্ত সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।
আবু সারওয়ার
ডিরেক্টর, এইড অ্যন্ড রিলিফ ডিপার্টমেন্ট (নাহার)
মুনা ডেলাওয়্যার চ্যাপ্টার
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.