02/22/2025 মুনা ইস্ট জোনের তৃতীয় রিজিওনাল লিডারশিপ এডুকেশন সেশন সম্পন্ন
মুনা সাংগঠনিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৩
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ইস্ট জোনের তৃতীয় রিজিওনাল লিডারশিপ এডুকেশন সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি রবিবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় ওয়াশিংটন ইন্টারন্যাশনাল একাডেমি-তে উক্ত এডুকেশন সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা ইস্ট জোনের প্রেসিডেন্ট মাহমুদুল কাদির তফাদার এবং সঞ্চালক ছিলেন মুনা ইস্ট জোন সেক্রেটারি হুমায়ূন কবির চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী দায়িত্বশীলদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুনা ন্যাশনাল অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ।
এডুকেশন সেশনের আলোচনায় বক্তাগণ ইসলামী সংগঠনের দায়িত্বশীলদের জ্ঞানগত উৎকর্ষ সাধনের পাশাপাশি সহকর্মীদের জন্য নিজেদের একেকজন মডেল অভিভাবক হিসেব ভূমিকা রাখার উপর গুরুত্ব দেন।
পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এডুকেশান সেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
আকবর উদ্দিন
ডিরেক্টর, মুনা ইস্ট জোন
কমিউনিকেশান, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.