02/21/2025 ট্রাম্পের গাজা পরিকল্পনার বিকল্প হিসেবে পদক্ষেপ নিচ্ছে সৌদি
মুনা নিউজ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৩
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গাজা খালি’ করার পরিকল্পনার বিরুদ্ধে সৌদি আরব, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনায় উঠে এসেছে গাজার শাসন পরিচালনার নতুন কাঠামো।
একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাসূত্রে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে উপত্যকাটির পুনর্গঠনে হামাসকে শাসনব্যবস্থা থেকে সরিয়ে দেয়ার কথা ভাবছে আরব দেশগুলো।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা থামছে না। স্থানীয় সময় শনিবার তিনজন ইসরাইলি ‘জিম্মি’কে মুক্তি দিতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার কথা জানিয়েছে ইসরাইল।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, শিগগিরই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার প্রস্তুতি শুরু হচ্ছে। মধ্যস্থতাকারী দেশগুলো আগামী সপ্তাহের শুরুতে দোহায় এ বিষয়ে আলোচনা শুরু করবে বলেও জানায় সংগঠনটি।
শনিবার দুপুর ১২টার মধ্যে সব ইসরাইলি ‘জিম্মি’দের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।
গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এ মাসেই রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো।
পাঁচটি গণমাধ্যম সূত্র এএফপি’কে জানিয়েছে, বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন। এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদন করা।
মিশরের তৈরি করা খসড়া প্রস্তাবে বলা হয়েছে, একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজার শাসন করা হবে, যেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।
ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজায় পুনর্গঠন কাজ চালানো হবে। এরই ধারাবাহিকতায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোনো হবে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনা অমানবিক। মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের হিসাবে ভুল আছে বলেও মন্তব্য করেন তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.