02/21/2025 গাজা বেচাকেনার সম্পত্তি নয় : হামাস
মুনা নিউজ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গাজা কিনে নেওয়ার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির নেতারা বলেন, ট্রাম্প এ ধরনের উদ্যোগ নিলে আবারও বিপর্যয় নেমে আসবে। গাজা কারও সম্পত্তি নয় যে, এটা কেনাবেচা যাবে।
ট্রাম্পের বক্তব্য ছিল, তিনি গাজা ‘কিনে নিতে ও এর মালিকানা পাওয়ার অঙ্গীকার’ করেছেন। এ বক্তব্যের পর হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল-রিশেক বিবৃতিতে জানান, ট্রাম্পের পরিকল্পনা অবাস্তব। আবাসন ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গি নিয়ে ফিলিস্তিনি সমস্যা সমাধান সম্ভব নয়।
গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজাকে একটি ‘বড় আকারের আবাসন প্রকল্প’ হিসেবে বিবেচনা করতে হবে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উচিত নতুন করে এ অঞ্চলের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া। পাকা আবাসন ব্যবসায়ীর মতো মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘আমরা গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানাব।’ ট্রাম্পের এ বক্তব্যের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। রাশিয়া বলেছে, গাজা নিয়ে ট্রাম্প কী পদক্ষেপ নেন, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
আলজাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরে অন্তঃসত্ত্বা নারীসহ তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। সপ্তাহব্যাপী হামলায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। হেবরনের দক্ষিণে খালেত আথাবায় নতুন করে ৪০ জন বাস্তুচ্যুত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী-শিশু। ইসরায়েল মাসাফের ইয়াত্তা এলাকার স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে।
এদিকে ধ্বংসস্তূপ সরিয়ে গাজাকে আবারও বাস উপযোগী করতে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মেদ মুস্তফা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি, আরব ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ৮ কোটি ডলারের একটি চুক্তি সই করেছেন। রামাল্লায় চুক্তিটি সই হয়।
পশ্চিম তীরের পাঠাগারে অভিযান
সিএনএন জানায়, অধিকৃত পূর্ব জেরুজালেমে পাঠাগারে অভিযান চালিয়ে বই জব্দ ও মালিক ইয়াদ মুনাসহ দু’জনকে আটক করেছে ইসরায়েলের পুলিশ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.