02/21/2025 মুনা ইস্ট জোনের এডুকেশন সেশন অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৫
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ইস্ট জোনের উদ্যোগে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এডুকেশন সেশন গত শনিবার (৮ ফেব্রুয়ারি) মুনা সেন্টার অফ কানেকটিকাটে অনুষ্ঠিত হয়। এডুকেশন সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
মুনা ইস্ট জোনের প্রেসিডেন্ট মাহমুদুল কাদির তফাদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ।
দিনব্যাপী আয়োজিত এডুকেশন সেশনে কানেকটিকাট, নিউ জার্সি নর্থ, ম্যাসাসুচেটস এবং দাওয়া চ্যাপ্টার রোড আইল্যান্ড, নিউ হ্যামশেয়ার, ভারমনট এর দায়িত্বশীলগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুনা ইস্ট জোন সেক্রেটারি হুমায়ূন কবির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট বলেন, প্রত্যেক দায়িত্বশীলকে তার সাংগঠনিক,পারিবারিক এবং সামাজিক জীবনে ইসলামের আদর্শ তুলে ধরার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনে তা অত্যন্ত কঠোর ভাবে পালন করার চেষ্টা করতে হবে। কেননা, আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে কোনও না কোন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। আর আখিরাতের কঠিন দিবসে মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা প্রতিটি ইমানদার ব্যক্তিকে তার দায়িত্বের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ জবাবদিহি নিবেন।
সুতরাং এই পৃথিবীতে আদর্শবান মানুষ হওয়া ও দায়িত্বশীল আচরণ করার কোন বিকল্প নেই। আর যখনই আমরা এটা করতে পারবো তখনই সেই প্রভাব সংশ্লিষ্ট সব জায়গায় দৃশ্যমান হতে শুরু করবে। তখন আমাদের স্ত্রী সন্তানের পাশাপাশি প্রতিবেশীগণও ইসলামের সুমহান আদর্শের দিকে অনুপ্রাণিত হবে।
পরিশেষে প্রধান অতিথি মুনার সকল স্তরের জনশক্তি এবং মুসলিম বিশ্বের সকল ইমানদার ভাই-বোনদের জন্য বিশেষ দোয়া করা হয়।
আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশান, মিডিয়া অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.