02/22/2025 ট্রাম্পের গাজা পরিকল্পনাকে অর্থহীন বলে উড়িয়ে দিলেন এরদোয়ান
মুনা নিউজ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০০
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল করার প্রস্তাবকে 'অর্থহীন' ও 'জায়নিস্ট লবি' দ্বারা চাপিত একটি পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছেন।
গত সপ্তাহে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে প্রেস কনফারেন্সে, ট্রাম্প গাজাকে একটি নতুন পরিকল্পনায় যুক্ত করার প্রস্তাব দেন, যেখানে তিনি গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে গড়ে তোলার কথা বলেন। এর আওতায়, স্থানচ্যুত ফিলিস্তিনিদের জর্দান, মিশর ও অন্যান্য আরব দেশগুলোতে স্থানান্তরিত করা হবে এবং পরে কিছু সংখ্যক লোক গাজার উন্নত অঞ্চলে বসবাস করতে আসবে।
এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন এরদোয়ান। তিনি রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে ইস্তাম্বুল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “আমেরিকান প্রশাসনের নতুন প্রস্তাবগুলি, যা জায়নিস্ট লবির চাপের অধীনে এসেছে, তা কোনোভাবে আলোচনা বা বিবেচনার যোগ্য নয়।”
এটি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে, তুর্কি প্রেসিডেন্ট বলেন, “গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে তাড়ানোর কোনো ক্ষমতা কারো নেই, যা হাজার হাজার বছর ধরে উপস্থিত। গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেম ফিলিস্তিনিদের অধিকার।”
মে মাসে, তুরস্ক ইসরায়েলির বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়ে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছিল গাজা যুদ্ধের প্রতিবাদে, যা এরদোয়ান হোলোকাস্টের সাথে তুলনা করেছিলেন।
ট্রাম্পের পরিকল্পনাটি বিশ্বের বিভিন্ন অঞ্চলের নেতাদের তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছে। জর্দান, মিশর, আরব লীগ এবং হামাস এর বিরুদ্ধে কথা বলেছে এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তির মধ্যে জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, রাশিয়া এবং চীনও এই স্থানান্তরের প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মানবাধিকার সংগঠনগুলি এটিকে “জাতিগত নিধন” হিসেবে আখ্যায়িত করেছে।
তবে, ট্রাম্প তার উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন এবং আরব নেতাদের সাথে আলোচনার মাধ্যমে পরিকল্পনাটি আরও পরিমার্জন করার চেষ্টা করছেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। তারা বলেছে, ফিলিস্তিনিরা তাদের ভূমির বৈধ মালিক এবং ইসরায়েলি দখলদারদের ইচ্ছায় তাদেরকে তাড়ানো যায় না।
এই পরিস্থিতির মধ্যেই, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ফক্স নিউজকে জানান যে, ট্রাম্প আরব নেতাদের সাথে সাক্ষাৎ করতে চলেছেন, যার মধ্যে জর্দানের রাজা, মিশরের প্রেসিডেন্ট এবং সৌদি আরবের সম্ভাব্য ক্রাউন প্রিন্সও অন্তর্ভুক্ত থাকতে পারেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.