04/04/2025 বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহারের ঘোষণা দিলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৭
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিদিনের ব্রিফিংও তিনি পাবেন না। ট্রাম্প মনে করেন, গোপনীয় তথ্যগুলো তার পূর্বসূরি বাইডেনের পাওয়ার দরকার নেই।
আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গত বছর স্পেশাল কাউন্সেল রবার্ট হারের দেওয়া একটি প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করেছেন ট্রাম্প। ওই প্রতিবেদনে হার লিখেছিলেন, বাইডেন সজ্জন ও বয়স্ক। তার স্মৃতিশক্তি কম।
তবে ওই সময়ে বাইডেন বলেছিলেন, তার স্মৃতিশক্তি ঠিক আছে। শুক্রবার বাইডেনের বক্তব্য জানার চেষ্টা করেছিল একটি সংবাদমাধ্যম।
যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, দায়িত্ব ছাড়ার পরও সাবেক প্রেসিডেন্টরা কিছু গোয়েন্দা তথ্য পান। নিরাপত্তা ছাড়পত্রের আওতায় তাঁরা প্রবেশ সীমিত থাকা জায়গাগুলোতেও যেতে পারেন।
গতকাল ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, তিনি যেন জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত বিস্তারিত তথ্য না পান, তা নিশ্চিত করার জন্য গোয়েন্দা কর্মকর্তাদের নির্দেশনা দিতে দিতেই বাইডেন তার মেয়াদ পার করেছেন।
২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সিবিএসকে বাইডেন বলেছিলেন, তিনি মনে করেন ট্রাম্পের গোয়েন্দা তথ্যগুলো পাওয়াটা ঠিক হবে না। ‘অস্থির প্রকৃতির’ ট্রাম্প গোপন তথ্যগুলো অন্যদের দিয়ে দিতে পারেন বলে আশঙ্কা জানান তিনি।
ওই সময় বাইডেন প্রশ্ন তুলেছিলেন, ‘তাকে (ট্রাম্প) গোয়েন্দা তথ্য দেওয়ার কী মূল্য? তিনি কী এমন প্রভাব ফেলবেন, বরং তিনি মুখ ফসকে কিছু বলে ফেলতে পারেন।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.