04/10/2025 ঢাকার ফার্মগেট থেকে উদ্ধার ৩টি হাতবোমা, নিষ্ক্রিয় করল সিটিটিসি
মুনা নিউজ ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৫
রাজধানীর ফার্মগেট এলাকায় ৩টি হাতবোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল টিম।পরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে পাওয়া যায় এ তিনিটি হাতবোমা। খবর পেয়ে সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কলের মাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানা পুলিশ জানতে পারে ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো রঙের ব্যাগে তিনটি বোমা সদৃশ বস্তু রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ও এর আশেপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.