04/04/2025 আলাস্কায় রহস্যজনকভাবে যাত্রীসহ বিমান নিঁখোজ
মুনা নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৩
যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কায় ১০ আরোহী নিয়ে বেরিং এয়ারলাইন্সের একটি সেসনা উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। আলাস্কা পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটি উনালাক্লিট থেকে নোমে যাচ্ছিল। পশ্চিম আলাস্কার শহর দুটির মাঝখানে রয়েছে নর্টন সাউন্ড উপসাগর। সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে রাজ্য পুলিশকে উড়োজাহাজ নিখোঁজের বিষয়টি জানানো হয়। নয় যাত্রী ও এক পাইলট নিয়ে উড়োজাহাজ নিখোঁজের তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট ফেসবুকে জানিয়েছে, তারা নোম ও হোয়াইট মাউন্টেন থেকে তল্লাশি চালাচ্ছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আকাশপথে তল্লাশি চলছে সীমিত আকারে।যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও বিমান বাহিনী সহায়তার জন্য এগিয়ে এসেছে। নিখোঁজ উড়োজাহাজটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে দমকল বিভাগ।
বেরিং এয়ারের পরিচালক (অপারেশন্স) ডেভিড ওলসন বলেন, “বিস্তারিত তথ্য সংগ্রহ, জরুরি সহায়তা, তল্লাশি ও উদ্ধার কাজে বেরিং এয়ারের কর্মীরা কঠোর পরিশ্রম করছেন।”
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নোম বিমানবন্দরের চারপাশে হালকা তুষারপাত এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এক পর্যায়ে দৃশ্যমানতা মাত্র আধা মাইলে নেমে আসে। সেই সঙ্গে ঘণ্টায় ৩৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস ছিল।
ফ্লাইট ট্র্যাকার অ্যাপ ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান উড়োজাহাজটিকে সবশেষ বিকেল ৩টা ১৬ মিনিটে (স্থানীয় সময়) নর্টন সাউন্ডের ওপর দেখা গিয়েছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ মাইল দূরে থাকার সময় নিখোঁজ হয়। ফ্লাইট ট্র্যাকারে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের এইচসি-১৩০ উড়োজাহাজকে যেখানে উড়তে দেখা গেছে, তার কাছেই নিখোঁজ উড়োহাজটির সবশেষ অবস্থান ছিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.