04/19/2025 গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর আহ্বান কাতারের
মুনা নিউজ ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৬
কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরাহমান আল-থানি গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্ধারিত সময়সূচি অনুসারে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মোহাম্মদ রাজধানী দোহায় সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে আলোচনা করেন।
আলোচনার পর এক যৌথ সংবাদ সম্মেলনে মোহাম্মদ জোর দিয়ে বলেন যে, কোনও পক্ষকে গাজা যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় পর্যায় বাধাগ্রস্ত করতে দেওয়া উচিত হবে না, যাতে শান্তির এই মূল্যবান সুযোগটি হাতছাড়া হয়ে যায়।
শেখ মোহাম্মদ আরও বলেন, গাজার দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কখন আলোচনা শুরু হবে, তা নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। তিনি বলেন, আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের সঙ্গে যোগাযোগ করছে কাতার। ‘আগামী কয়েক দিনের মধ্যে’ কিছুটা অগ্রগতি দৃশ্যমান হতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.