02/03/2025 কারামুক্ত ফিলিস্তিনি বন্দিরা ছিলেন ইসরাইলের অমানবিক নির্যাতনের শিকার
মুনা নিউজ ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৯
ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরা ভয়াবহ নির্যাতন এবং ক্ষুধার শিকার হয়েছেন, এই বিষয়ে ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি (PPS) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গত শনিবার, হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন, এবং তাদের শারীরিক অবস্থার মধ্যে নির্যাতনের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। জানিয়েছে আল-জাজিরা।
এই মুক্তি ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আওতায় হয়েছে, যা সাময়িক যুদ্ধবিরতির অংশ। মুক্তিপ্রাপ্ত কয়েদিরা দীর্ঘ দিন ধরে কারাগারে বন্দী ছিলেন, এবং তাদের শরীরে অবর্ণনীয় আঘাত, ক্ষুধা এবং দুর্বলতার লক্ষণ স্পষ্ট ছিল। তারা কিছু সময়ের জন্য গাজায় ইউরোপিয়ান হাসপাতালে চিকিৎসা নিতে যান, যেখানে তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটে।
ফিলিস্তিনি প্রিজনার সোসাইটির বিবৃতিতে বলা হয়, "এই কয়েদিরা যে নির্যাতনের শিকার হয়েছেন, তা ভাষায় প্রকাশ সম্ভব নয়। গত ২০২৩ সালের ৭ অক্টোবরের পর তাদের ওপর অত্যাচারের মাত্রা বেড়ে গেছে, এবং বেশিরভাগ কয়েদি স্ক্যাবিস, মারধর, এবং বিভিন্ন ধরনের শারীরিক আঘাতে আক্রান্ত হয়েছেন।" কিছু ফিলিস্তিনি বন্দি বলেছেন যে, তাদের ওপর অত্যাচার এমন মাত্রায় ছিল যে তারা পশু থেকেও খারাপভাবে আচরণ পেয়েছেন।
এছাড়া, হামাস জানায়, ফিলিস্তিনি বন্দিদের ওপর এই নির্যাতন ইসরাইলের অপরাধী মনোভাবকে প্রকাশ করে, এবং ইসরাইলি বন্দীদের মানবিক শুশ্রূষা সত্ত্বেও গাজা অঞ্চলের অবস্থার অবনতির মাঝেও তারা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে।
এ ঘটনার পর, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং অন্যান্য দেশগুলো ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এটি শুধু ফিলিস্তিনি দের জন্য নয়, বরং মানবাধিকারের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে এবং বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.