02/02/2025 বিশ্বের দীর্ঘতম পণ্যবাহী জাহাজ উদ্বোধন করল তুরস্ক
মুনা নিউজ ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬
পরিবহন খাতে কার্বন নির্গমন কমানোর সম্ভাবনাময় সমাধান হিসেবে বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজ নিওলাইনার অরিজিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার তুরস্কের তুজলা বন্দরে প্রথমবারের মতো ১৩৬ মিটার (৪৫০ ফুট) দীর্ঘ এ পরিবেশবান্ধব জাহাজটি পানিতে ভাসানো হয়।
ফরাসি কোম্পানি নিওলাইন এটি ডিজাইন করেছে এবং তুরস্কের আরএমকে মেরিন শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে। আগামী ৬ মাস জাহাজটিকে চূড়ান্ত পর্বের সংযোজন ও প্রস্তুতির মধ্যে রাখা হবে।
পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ জ্বালানি ব্যবহার নিওলাইনার অরিজিনের প্রধান বৈশিষ্ট্য হলো, এর দুটি বিশাল মস্তুল ও ৩ হাজার বর্গমিটার পাল, যা বাতাসের শক্তি ব্যবহার করে দীর্ঘ দূরত্বে ৫ হাজার ৩০০ টন পণ্য পরিবহনে সক্ষম।
নিওলাইনার প্রেসিডেন্ট জ্যাঁ জানুত্তিনি বলেন, জাহাজের গতি ১৫ নট (প্রায় ৩০ কিলোমিটার বা ১৮ মাইল প্রতি ঘণ্টা) থেকে ১১ নটে নামিয়ে আনার ফলে জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে। ফলে প্রচলিত জাহাজের তুলনায় নির্গমন ৫ ভাগের ১ ভাগে নামিয়ে আনা সম্ভব হবে।
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৯০ শতাংশ বাণিজ্য সামুদ্রিক পরিবহনের মাধ্যমে পরিচালিত হয় এবং এ খাত থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড গ্যাস বৈশ্বিক নির্গমনের প্রায় ৩ শতাংশ। এ বাস্তবতায় নিওলাইনার অরিজিনের মতো জাহাজ টেকসই বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
চলতি বছরের গ্রীষ্মে জাহাজটি তুরস্ক থেকে ফ্রান্সের আটলান্টিক বন্দর সেন্ট-নাজেইরে যাত্রা করবে। এরপর এটি উত্তর আমেরিকার বাণিজ্যিক রুটে যুক্ত হবে, যেখানে ফরাসি দ্বীপ সেন্ট-পিয়ের-এ-মিকেলন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর বন্দর এবং কানাডার হ্যালিফ্যাক্সে কার্গো পরিবহন করবে। এ প্রকল্পটি ফ্রান্সের সরকারি বিনিয়োগ ব্যাংক (বিপিআই) এবং ফরাসি শিপিং কোম্পানি সিএমএ-সিজিএমের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
জ্যাঁ জানুত্তিনি আরও বলেন, শিগগিরই দ্বিতীয় একই ধরনের জাহাজ নির্মাণের কাজ শুরু হবে, যা পরিবেশবান্ধব সামুদ্রিক বাণিজ্যে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.