02/02/2025 ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, ৬ জনই নিহত
মুনা নিউজ ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৫
ওয়াশিংটনে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর এবার ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এয়ার অ্যাম্বুলেন্সে মোট ৬জনের কেউ বেঁচে নেই। এমনটাই জানিয়েছে একটি সংবাদমাধ্যম।
একটি নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় একটি ছোট বিমান।স্থানীয় সময় সন্ধ্যায় একটি শপিং মলের কাছাকাছি ভূপাতিত হয় উড়োযানটি।
পতনের পরপরই হয় বিস্ফোরণ। আগুন ধরে যায় পাশের বেশ কয়েকটি বাড়ি এবং গাড়িতে। লেয়ারজেট ফিফটি ফাইভ বিমানটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফিলাডেলফিয়া থেকে মিসৌরির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। চার মাইলেরও কম দূরত্ব পাড়ি দেয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়।
জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে যে তাদের বিমানে থাকা চারজন ক্রু সদস্য, একজন শিশু রোগী এবং রোগীর সহকারীর মধ্যে কেউ বেঁচে নেই। ভয়াবহ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.